শিলিগুড়িতে ২০তম কার্গিল বিজয় দিবস
HnExpress অরুণ কুমার ঃ কার্গিল বিজয়ের ২০তম বছর পূর্তিতে নিহত শহীদের স্মরণে এক মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল সশস্ত্র সীমা বলের ৮ নং ব্যাটালিয়নের পক্ষ থেকে। শুক্রবার সকালে শিলিগুড়ির কাছে কার্শিয়াং মোড় থেকে দুধিয়া পর্যন্ত্য ১২ কিঃমিঃ রাস্তায় এই মিনি ম্যারাথন দৌড়ে ২৫০ জনের বেশি জওয়ান, আধিকারিক, সকল পদস্থ অধিকারিকবৃন্দ ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং শিশুরাও অংশ গ্রহণ করেন।
সশস্ত্র সীমা বল ৮ নং ব্যাটালিয়ন জানা গিয়েছে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এদিন এই দৌড়ের সূচনা করেন সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গ সীমান্ত হেড কোয়ার্টারের আই জি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডিআইজি অমিত কুমার ও ৮ নং ব্যাটালিয়ন এর কমান্ডেন্ট অরুণ কুমার সিং এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
এই মিনি ম্যারাথন দৌড়ের সূচনা করে সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গের আইজি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বললেন, ভারত পাকিস্তান যুদ্ধে কার্গিল বিজয় এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা। কার্গিল বিজয়ের কুড়ি বছর পূর্তিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর উদ্দেশে এবং জওয়ানদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। ম্যারাথন দৌড় শেষে প্রথম তিনজনকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়ে পুরষ্কৃত করা হয় এদিন।