July 16, 2025

শিলিগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫০ জনের বিজেপিতে যোগদান

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচী, শিলিগুড়ি : গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি জেলার বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে বিজেপির যুব মোর্চা জেলা সহ সভাপতি অনিকেত দাসের মাধ্যমে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের প্রায় ১৫০ জন কর্মী বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা, সহকারী সভাপতি তুফান সাহা, অনিকেত দাস, অনীত দাস, সৌরভ ঘোষ সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ।

এই বিষয় যুব মোর্চার জেলা সহ সভাপতি অনিকেত দাস সংবাদমাধ্যম কে জানান যে, আগামী দিনে এমন আরও অনেক ধরনের চমক অপেক্ষা করছে। তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেতৃত্বরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু আমরা খুব বুঝে শুনে যোগদান করাচ্ছি। তিনি আরও বললেন যে, যেভাবে বিজেপিতে যোগাদান চলছে আর কিছুদিন পর তৃণমূল দলটারই বোধহয় আর কোনো অস্তিত্ব থাকবেনা।

Advertisements

Leave a Reply