December 11, 2024

শিক্ষকরা কেন ভোট দেননি তা নিয়ে এবার উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

0
Img 20190603 Wa0013.jpg
Advertisements

HnExpress নিজস্বপ্রতিনিধি, কলকাতা ঃ এবারের লোকসভা নির্বাচনে তুলনামূলক শিক্ষকদের ভোট কম পাওয়ায় উদ্বিগ্ন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এবার ভোট কমার কারণ জানতে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেই ডিএ নিয়ে ক্ষোভ উগরে দিলেন সমস্ত শিক্ষক-শিক্ষিকারা৷ পোস্টাল ব্যালটে শিক্ষকদের ভোট কম হওয়াকে কেন্দ্র করে এদিন বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷

তবে বৈঠকে শিক্ষকদের একাধিক বার্তা দিলেন শিক্ষামন্ত্রী৷ পার্থ জানান, নানান উন্নয়নমূলক কাজ সম্পর্কে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জানাতে হবে৷ দলবদল যাতে না-হয়, সে দিকেও লক্ষ্য রাখতে হবে৷ স্কুল সার্ভিস কমিশনে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ তিনি কয়েক দিন আগেই দিয়েছেন৷

তবে কিছু মামলা কোর্টে ঝুলে থাকায় নিয়োগে বিলম্ব হচ্ছে বলে তিনি জানান৷ সেই সব ক্ষেত্রে আদালতের কাছে আবেদন করার কথাও জানান তিনি৷ তবে এই জুনের মধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে আশাবাদী পার্থ৷ এসএসসি-কে সে ব্যাপারে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি৷

Advertisements

Leave a Reply