December 11, 2024

শিকাগো মহাসভার ১২৫ বছরে মূল্যবান বই

0
Img 20180911 Wa0017.jpg
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : বিশিষ্ট চিকিৎসক স্বপন কুমার ঘোষ ছিলেন কলকাতার শেরিফ। ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) প্রাক্তন রাজ্য সভাপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সদস্য, মেডিক্যাল কাউন্সিলের সদস্য। এখনও যুক্ত কিছু নামী প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসাবে। চিকিৎসক হিসাবে সাফল্য পেলেও ইতিহাস ও সমাজবিজ্ঞানই বুঝি প্রথম প্রেম। ইংরেজি ও বাংলায় নানা সময় লিখেছেন বেশ ক‘টি বই। মঙ্গলবার তাঁর লেখা ‘শিকাগো বিশ্বধর্ম মহাসভার ১২৫ বছর- স্বামী বিবেকানন্দ‘ শিরোনামে একটি বই প্রকাশিত হল।

প্রেস ক্লাব, কলকাতায় এটি প্রকাশ করলেন ক্ষেত্রী রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্মৃতি মন্দিরের স্বামী আত্মনিষ্ঠানন্দ। তিনি ক্ষেত্রীর রাজার সঙ্গে স্বামীজীর ঘনিষ্ঠ বন্ধুতা এবং ১২৫ বছর আগের এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন। এই উপলক্ষে অনুষ্ঠানে ছিলেন কলকাতার শেরিফ ডাঃ সঞ্জয় চট্টোপাধ্যায় ও আইএমএ-র সহ সভাপতি উজ্জ্বল সেনগুপ্ত-সহ বিশিষ্ট কিছু ব্যক্তি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ১১ সেপ্টেম্বর দিনটিকে রাজ্য জুড়ে সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ তিনি যান বেলুড় মঠে। বেলুড় মঠে ক‘দিন ধরে চলবে নানা অনুষ্ঠান। উপস্থিত থাকছেন দেশ বিদেশের প্রায় ৬ হাজার প্রতিনিধি। 

Advertisements

Leave a Reply