June 17, 2025

শালবনীর গোবরুতে বিদ্যাদেবীর আরাধনার পর সমাজ কল্যাণে রক্তদান শিবির

0
Advertisements

HnExpress ৩০শে জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : প্রতি বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের গোবরুতে মূলত সরস্বতী পুজো উপলক্ষে গোবরু গ্রামীণ গ্রন্থাগারের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিদ্যাদেবীর আরাধনার পর সমাজ কল্যাণের উদ্দেশ্যে এক মহৎ রক্তদান শিবিরের।

আর এই শিবিরের উদ্বোধন করলেন জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ গিরীশ চন্দ্র বেরা, এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও সঞ্জয় মালাকার, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক শঙ্কর দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঊষা কুন্ডু, বিশিষ্ট শিক্ষক চন্দন মাসান্ত, সুব্রত দাস প্রমুখ।

আর এই সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঋতম দাস। “রক্ত দান, মহৎ দান”, আর সেই রক্তদান শিবিরে ১০ জন মহিলা সহ প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আর এই রক্তদান শিবিরের মূল মন্ত্র ছিল— ” স্বেচ্ছায় রক্তদান করুন, যা হোক আপনার জীবনের এক শ্রেষ্ঠ উপহার “।

Advertisements

Leave a Reply