December 11, 2024

শারদীয়ায় হালিশহরে এক টুকরো আফ্রিকা

0
Img 20180904 Wa0128.jpg
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : মাস পেরোলেই বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই উৎসব ঘিরে ইতিমধ্যে বীজপুর জুড়ে শুরু হয়েছে দারুণ উৎসাহ। এখন চলছে কোথাও কোথাও খুঁটিপুজো। কোথাওবা এরই মধ্যে শুরু হয়ে গেছে পুজো মণ্ডপ সাজানোর কাজ।

প্রতিবছরের মতো এবারও বেশকিছু পুজো কমিটি সাড়ম্বরে এগিয়ে নিয়ে চলেছে তাঁদের পুজোর প্রস্তুতি। উৎসবকে সামনে রেখে বিশাল আয়োজন করেছে হালিশহর বলাকা শিশুমহল। এবার আফ্রিকান অধিবাসীদের জীবনযাত্রা, বাজেট আনুমানিক ৮ লক্ষ টাকা।

ক্লাবের কর্ণধার শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যে মণ্ডপ সজ্জার কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে। আর তার কাজে শিল্পীদের পাশাপাশি হাত লাগিয়েছেন ক্লাবের সদস্যরাও।

Advertisements

Leave a Reply