শহীদ জওয়ানদের স্মরণে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে হলদিয়ায় পালিত হলো মোমবাতি হাতে মৌন মিছিল

HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সিআরপি জওয়ানদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনা করে পথে নামলো হলদিয়ার পৌরবাসী। নিহতদের বলিদানের সঠিক জবাব দেওয়ার দাবিতে আয়োজিত হয় মোমবাতি হাতে মৌন মিছিল। শয়ে শয়ে সাধারণ মানুষ হাতে হাত রেখে মোমবাতি নিয়ে মিছিলে শামিল হয়। মিছিল টি হলদিয়া সিটিসেন্টার থেকে মেঘনাদ সাহা কলেজ হয়ে অম্বুজা সপিং মলের সামনে এসে শহীদ বেদিতে শেষ হয়।
পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদে ও নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে মৌন মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন পারিজাত বিশ্বাস (এডিশনাল.এস. পি, হলদিয়া), কুহুক ভূষণ (এস.ডি.ও, হলদিয়া), রাজা মন্ডল (ও.সি, ভবানীপুর থানা), সেক আজিজুল রহমান (সি.আই.সি, হলদিয়া পৌরসভা), দীপক পন্ডা (কাউন্সিলর, ২১ নং ওয়ার্ড), অর্নব দেবনাথ, সেক নূর হোসেন (শ্রমিক নেতা), পার্থ দেব দাস (ম্যানেজার, অম্বুজা সপিং মল), সেক সাবির (সম্পাদক, সম্প্রীতি উৎসব কমিটি), বাচ্চু খান (শ্রমিক নেতা অম্বুজা সপিং মল)। মিছিল শেষে শহীদদের আত্মার চির শান্তি কামনায় প্রার্থনা করা হয়।