December 13, 2024

শতদলের রক্তদান ও কৃতী সম্বর্ধনা

0
Fb Img 1538311947304.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুরের বহুমুখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পশ্চিম মাসুন্দা নেতাজী সুভাষ রোডে শতদল অ্যাথলেটিক ক্লাবের ১৫তম বর্ষের সংঘের প্রয়াত সদস্যদের স্মরণে রবিবার সকালে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব তৎসহ ৭ ও ৮ নং ওয়ার্ডের এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫% নম্বর প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউব্যারাকপুর পৌরসভার পুরদলনেতা প্রবীর সাহা, স্থানীয় পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য, মনোজ সরকার, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী, এলাকার ও সংঘের সকল সদস্যবৃন্দ। কৃতী পড়ুয়াদের গোলাপ ও শংসাপত্র, স্মারক দিয়ে উৎসাহিত করা হয়। সংঘের সম্পাদক আনন্দ কর্মকার জানান, শিবিরে ৪১ জন রক্তদান করেন এবং ২৫জন কৃতী পড়ুয়াদের সম্মানিত করা হয়।

সংঘ সভাপতি প্রদীপ গায়েন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক অম্লান দাশগুপ্ত।

Advertisements

Leave a Reply