April 26, 2025

লোকসভা ভোটে বিজেপি-র শীর্ষপদে মুকুলই

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভাবনাটা ছিলই রাজনৈতিক মহলের। সেই সম্ভাবনাই সত্যি হল। আসন্ন লোকসভা ভোটে বিজেপি-র এরাজ্যে সেরা হাতিয়ার সেই মুকুল রায়ই। আজ দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব মুকুলেই ভরসা রাখলেন আগামী লোকসভা ভোটে। তাঁকে বিজেপি-র রাজ্য নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এদিন দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষিত হয়।

প্রসঙ্গত, গত বছর শারদ উৎসবের পর নভেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন মুকুল। সদ্য হয়ে যাওয়া পন্চায়েত ভোটের আহ্বায়ক করে ভোটে লড়ে বিজেপি। আর তাতে বেশ ভালোই ফল করে দল। তার আগে পর্যন্ত তিনি দলে পদহীনই ছিলেন। রাজ্যের পন্চায়েত ভোটে আহ্বায়ক পদে থেকে তাঁর ভালো পারফরমেন্স দেখে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব, আর সেটা প্রমাণিত হল আজকে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে।

Advertisements

Leave a Reply