December 11, 2024

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রদবদল পুলিশ কর্মীদের

0
Img 20190220 Wa0073.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশের রদবদল। রাজ্য পুলিশের পাশাপাশি জেলার বিভিন্ন থানার ওসি দেরকেও রদবদল করা শুরু হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় ১৫টি থানার ওসি, এস আই, -দের পালাবদল শুরু। নিউ বারাকপুর থানার ও.সি রাজু মুখোপাধ্যায় বদলি হয়ে চলে গেলেন ভাটপাড়া ফাঁড়িতে। নিউ বারাকপুর থানায় ওসি হিসাবে নবনিযুক্ত হলেন ভাটপাড়া ফাঁড়ির ও.সি হিমাদ্রি ডোগরা। আজ নিউ বারাকপুর থানার দায়িত্বে যুক্ত হলেন তিনি। পাশাপাশি নিউ বারাকপুর থানার এস.আই অলোক মিত্র বদলি হয়ে খড়দহ থানার দায়িত্বে এলেন। এবং নিউ বারাকপুর থানার অপর এস.আই পুলক তালুকদার নিযুক্ত হলেন জগদ্দল থানায়।উল্লেখ্য, নিউ বারাকপুর থানার ও.সি রাজু মুখোপাধ্যায় শান্তিপুর নিবাসী দীর্ঘ সাড়ে আট বছরের পুলিশের চাকুরী জীবনে প্রথমে খড়দহ থানায় ও পরে ভাটপাড়া ফাঁড়িতে সুনামের সঙ্গে দায়িত্বে ছিলেন।

তাঁর কথা অনুযায়ী, বেশ কিছুদিন গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন তিনি। বর্তমানে নিউ বারাকপুর থানায় ৬ জন এস.আই, ৫ জন এ.এস.আই, ১৬ জন লেডি কনস্টেবল, ২৬ জন সিভিক ভলেন্টিয়ার, এবং ৭জন কনস্টেবলকে নিয়ে নিউ বারাকপুর থানার নবনিযুক্ত ও.সি হিমাদ্রি ডোগরা আজ থেকে প্রশাসনিক দায়িত্ব পালন শুরু করলেন। পূর্ব্ব মেদিনীপুর নিবাসী হিমাদ্রি ডোগরা ইতিমধ্যেই বরানগর, ঘোলা, কামারহাটি এবং বীজপুর থানায় দক্ষতার সাথে কাজ করেছেন।

Advertisements

Leave a Reply