April 26, 2025

রোজভ্যালি কাণ্ডে ফের সিবিআই-এর তলব তাপস ও সুদীপকে

0
Advertisements

HnExpress দেবাশিস রায় : বামফ্রন্ট আমলে ১৯৯৭ সাল থেকে রাজ্যে রোজভ্যালি ব্যবসা শুরু করেছিল। এরপর কেটে গেছে বেশকিছু বছর। রাজ্যে তৃণমূল সরকার আসার পর হঠাৎ করেই আর্থিক কেলেঙ্কারির মুখে পড়তে হয় রোজভ্যালিকে। আর এই কেলেঙ্কারিতে আইনি জটিলতা জড়িয়ে পড়ে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। রোজভ্যালি কাণ্ডে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও সাংসদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তাপস পালকে হাজিরা দিতে ডেকে পাঠাল ইডি। তাপস পালকে বৃহস্পতিবার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

ইতিমধ্যে ইডির পক্ষ থেকে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু-সহ সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে দফায় দফায় জেরা করে নানান তথ্য মিলেছে বলেও জানা গেছে। রোজভ্যালি থেকে বাজেয়াপ্ত করা অনেক নথিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম মেলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত আগস্টেই রোজভ্যালির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে ইডি। রোজভ্যালির এন্টারটেনইমেন্ট, হোটেল এবং রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে ১৭ হাজার ৫০০ কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে।

Advertisements

Leave a Reply