December 11, 2024
1538891632708 1
Advertisements

HnExpress  অরিজিত ব্যানার্জী, গরিফা : বাংলা তথা বাঙালির সেরা উৎসব চলছে মহাসমারোহে। সরকার ও প্রশাসনও আগেভাগে প্রস্তুতি সেরে রেখেছিল। তবু তারই মধ্যে রাস্তা আটকে পুজোর আয়োজন দেখা গেল গরিফা এলাকায়। আর তা জনবহুল এলাকা তথা রোজকার জীবনে ব্যস্ততম রাস্তা এটি। কাছেই রামঘাট শ্মশান। শ্মশান যাত্রীদেরও বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত।

৭৫ তম বর্ষে পা দিয়েছে গরিফা কুমোরপাড়া সার্বজনীন। তাদের এবছরের থিমেও রয়েছে চমক কুমোরপাড়ায়। নানান ধরনের মাটির জিনিস দিয়ে গড়ে উঠেছে মণ্ডপ, থিমের সাদৃশ্যে গড়ে উঠেছে মাতৃপ্রতিমা। দর্শকের ঢলও নজর কেড়েছে। রামঘাট শ্মশানের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে কেন পুজো করা হচ্ছে জিজ্ঞাসা করা হলে পুজো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাদের সহযোগিতাতে হাত বাড়িয়ে দিয়েছে নৈহাটি পুলিশ প্রশাসন এবং নৈহাটি পুরসভা।

তাঁদের কথায় আশ্চর্য হতে হয়, যেখানে সরকারিভাবে রাস্তা আটকে মণ্ডপ তৈরিতে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে পুরসভা কীভাবে এই পুজোর অনুমতি দিলেন? তবে কি সরকারি নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় পুরসভা বা পুলিশ! নাকি মিথ্যে বলছেন পুজো কর্তৃপক্ষ!

Advertisements

Leave a Reply