রামনগর বিধানসভা এলাকাতে জলনিকাশীর উদ্বোধন করা হল
HnExpress অর্নব,দেবনাথ, পূর্ব মেদিনীপুর ঃ রামনগর বিধানসভা এলাকাতে বিধায়ক উন্নয়ন তহবিল প্রকল্পে পাঁচ লক্ষ টাকার ব্যয়ে কাঁটাবনী সেক মোজাফফরের বাড়ী থেকে সেখ কাশেমের বাড়ী পর্যন্ত জলনিকাশীর(ড্রেন তৈরী) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রামনগরের বিধানসভার স্থানীয় বিধায়ক অখিল গিরি, রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র ও সহ সভাপতি নিতাই চরণ সার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অশোক বিশাল, বিশিষ্ট সমাজসেবী সুপ্রকাশ গিরি, গোবরা গ্রাম পঞ্চায়েতর প্রধান বিশ্বমুকুল দে ও উপপ্রধান নিমাই ঘড়াই, রামনগর -১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক।
এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্যা মামনি চন্দ বারিক ও সদস্যা দীপিকা সাউ ভূঞ্যা, গোবরা গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক কুমার পড়্যা ও সদস্যা রজিনা বিবি, বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র প্রমুখ। এই ড্রেন হওয়ার ফলে এলাকাতে বর্ষার জল জমে যাওয়ার আর কোন সমস্যা থাকল না। এই ড্রেন হওয়ার ফলে এলাকার মানুষ স্থানীয় বিধায়কের উপর খুব খুশি এবং তারা বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানান। এদিনের অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন গোবরা গ্রাম পঞ্চায়েত।