June 17, 2025

রাজ্য সরকারের নির্ধারিত রুপশ্রী প্রকল্পের টাকা না দেওয়ায় স্বামীর হাতে খুন হলেন নববধূ

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচি, দক্ষিণ ২৪ পরগনা : জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরিফে আবারও এক মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি, রূপশ্রী টাকা চেয়ে তা না পাওয়ায় সদ্যবিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তারই স্বামীর বিরুদ্ধে। ধৃত অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফ এলাকায়। মৃতার নাম রাফিজা বিবি, বয়স ১৮। পরিবার সূত্রে জানা গেছে ঘুটিয়ারী শরীফের শ্রীনগর জমাদার পাড়ার বাসিন্দা ফজলুর জমাদারকে মাসখানেক আগেই ভালোবেসে বিয়ে করেছিলেন রাফিজা।

আর সেই বিয়েই আজ রাফিজার জীবনে কাল হয়ে দাঁড়াল বলে দাবি পরিবারের। সুত্র অনুযায়ী প্রতিবেশী ও পরিবারের দাবি বিয়ের পর থেকেই পণের দাবিতে অশান্তি শুরু করেছিল ফজলুর। পণের দাবি পূরণ না হওয়ায় কন্যাশ্রীর ও রূপশ্রী টাকার উপর নজর পরে রাফিজার স্বামীর। আর এরপরই ওই টাকা চেয়ে চাপ দিতে শুরু করে সে। কিন্তু সেই টাকা দিতে সম্মত না হওয়ায় শুরু হয় নিদারুণ শারীরিক ও মানসিক অত্যাচার। এরই মধ্যে হটাৎই একদিন জীবনতলা থানায় রাফিজার নামে নিখোঁজ অভিযোগ দায়ের করে ফজলুর। কিন্তু তদন্তে নেমে ফজলুরে কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে জেরা করে পুলিশ। এরপরই জেরায় ফজলুর স্বীকার করে স্ত্রীকে শ্বাসরোধ করে সেই খুন করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়ি থেকে রাফিজার দেহ উদ্ধার করে। আর গ্রেফতার করা হয় ফজলুরকে।

Advertisements

Leave a Reply