December 14, 2024

রাজ্যজুড়ে বৃষ্টির সর্তকতা, কিন্তু কখন কোথায় হবে জানাচ্ছে হাওয়া অফিস

0
Img 20190522 Wa0052.jpg
Advertisements

HnExpress ওয়েদার রিপোর্ট, ওয়েবডেক্স নিউজ ঃ শুধুমাত্র কলকাতাকে বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বুধ-বৃহঃবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সাথে কলকাতার তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার বুধবার ও বৃহস্পতিবার শহরের প্যাচপ্যাচে গরম হাত থেকে মুক্তির বিশেষ সম্ভাবনা নেই। সাথে হাওড়া ও হুগলিতেও থাকবে অস্বস্তিকর গরম। গরমের এই দাপট চলবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। তবে আশার আলো এই জেলাগুলিতেই বৃষ্টির হতে পারে বলে হাওয়া দপ্তর সুত্রের খবর। কিন্তু কলকাতাবাসীকে দিনভর ভোগাবে বাতাসের অতিরিক্ত আর্দ্রতা।

কলকাতার এদিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক এর থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২শতাংশ, সর্বনিম্ন ৫৫ শতাংশ।

গত রবিবার শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। আর গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক এর থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ।

Advertisements

Leave a Reply