December 13, 2024

যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৬ তম জন্মদিবস সাড়ম্বরে উদযাপিত হল

0
Img 20190129 Wa00271705553655855006572.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, লেনিনগড় : নমশুদ্র কুল গৌরব সর্বশ্রেষ্ঠ বাঙালী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৬ তম জন্মদিবস সাড়ম্বরে উদযাপিত হল নিউ বারাকপুর চাদঁপুর লেনিনগড়ে। আজ সকালে লেনিনগড়ে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের আবক্ষ মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্বার্ঘ্য জানান মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সমর সরকার, সভাপতি সজ্ঞয় মজুমদার, বিভূতি মজুমদার, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মর্ডান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুজাতা হালদার, শ্যামলেশ চন্দ্র বিশ্বাস সহ মডার্ন স্কুলের শিক্ষিকারা। বিকেলে বিদ্যালয় ময়দানে মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৬তম জন্মদিবস উদযাপন উপলক্ষে হয় আলোচনা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঞ্চে উপস্হিত ছিলেন শিক্ষাবিদ ফনীভূষন মুখোপাধ্যায়, ব্যারাকপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী,অবসরপ্রাপ্ত কর্নেল স্বপন কুমার মল্লিক, পি কে হালদার, আইনজীবী তাপস পাঠক, বিলকান্দা ১নং গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন হালদার, শ্যামল দে, মজ্ঞু রায়, বিদ্যালয়ের অন্যতম পঙ্কজ হালদার সহ মডার্ন স্কুল ত্রবং স্মৃতি রক্ষা কমিটির সকল সদস্যগণ। ব্যারাকপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী বলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উন্নয়নে সমাজের বহুমুখী কাজকর্ম আমাদের আকৃষ্ট করে প্রেরনা দেয় তারই ফলস্বরূপ আজ যোগেন্দ্রনাথ মন্ডল নামাঙ্কিত লেনিনগড় মর্ডান স্কুলের এই মহতী অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ মজুমদারের অবদান আজ স্মরনীয়।

বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান কবিতায় ও নাটকে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয়। বিদ্যালয়ের প্রতিভাবান পড়ুয়াদের নৃত্যানুষ্ঠান দশর্কদের মুগ্ধ করে। নৃত্য পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি হালদার ও পম্পা কর্মকার। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ মজুমদারের প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্বার্ঘ্য জানান অতিথিরা। শেযে সুকুমার রচিত নাটক ঠেলা সামলাও পরিবেশন করেন মডার্ন স্কুলের পড়ুয়ারা। নিদর্শনায় অগ্নিশ নাট্য নিকেতন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য,মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মর্ডান স্কুলে নার্সারী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় পাচ শতাধিক ছেলেমেয়ে রয়েছে। ১২জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঠদানে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের ও অভিভাবিকাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ মল্লিক।

Advertisements

Leave a Reply