December 11, 2024

ময়না-২ অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির ডাকে জনসভায় দিব্যেন্দু

0
Img 20190413 Wa0081.jpg
Advertisements

HnExpress অর্নব দেবনাথ, ময়না : পূর্ব মেদিনীপুর জেলার ময়না -২ অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বানে আজ তমলুক লোকসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী।

এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি ডাঃ সংগ্রাম দৌলাই, নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, জেলা পরিষদের সভাধীপতি দেবব্রত দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেক সাজাহান আলী ও অনান্য নেতৃত্ববৃন্দ। এদিনের এই জনসভায় দর্শকের ভীড় ছিলো চোখে পড়ার মতো।

Advertisements

Leave a Reply