December 14, 2024

মোবাইলফোন ও টাকা ফেরত নিয়ে যাবেন

0
Inshot 20180823 184933715.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, আগরপাড়া ঃ পেরিয়েছে অনেকটা পথ। দেখেছে অনেক ওঠানামা। তবুও নিজে বদলায়নি। তিনি হলেন পুর্ব রেল এর শিয়ালদহ মেইন সেকশনের আগরপাড়া রেল ষ্টেশনের দরিদ্র চা বিক্রেতা হকার ধীরেন্দ্র নাথ দত্ত। বয়স প্রায় আশি ছুঁই ছুঁই। স্ত্রী শেফালি দত্ত ও অনার্স গ্রাজুয়েট বেকার ছেলে ধীমল দত্তকে নিয়ে চায়ের দোকান চালিয়ে আট জনের সংসার প্রতিপালন করেন। নুন আনতে পান্থা ফুরনো অবস্থা। সামান্য রোজগারে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করেন। তাও সততার মৃত্যু হতে দিতে চায়না। দিন তিনেক আগে আগরপাড়া রেল ষ্টেশনেই একটি মহিলাদের হাত ব্যাগ কুরিয়ে পান।ব্যাগের মধ্যে ছিলো একটি মোবাইল ফোন। কিছু নগদ টাকা। একটি শিয়ালদহের মান্থলি টিকিটি। ছবি সাটা রয়েছে। ঠিকানা লেখা নেই। নাম লেখা রয়েছে সমীর সরকার। আরও কিছু কাগজপত্র সহ একটি চাবি রয়েছে। ফোনের মালিকের ফোন আসবে ভেবে অপেক্ষায় ছিলেন। কিন্তু কোনও ফোন আসছে না দেখে ধীরেন্দ্র নাথ দত্ত তার বড় ছেলে তথা আদর্শ তিতুমীর পত্রিকার সম্পাদক – সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্তের হাতে ব্যাগটি দিয়ে, প্রকৃত মালিককে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই বয়সেও বাবার মানবিক মূল্যবোধ ও সততায় মুগ্ধ হন ছেলে। বাবার আদর্শে অনুপ্রাণিত ছেলে ধৃতরাষ্ট্র দত্ত তাই ব্যাগের প্রকৃত মালিককে জিনিসপত্র সহ নগদ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সোস্যাল মিডিয়ার ফেসবুকের দারস্থ হন। সকল ফেসবুক তথা সোস্যাল মিডিয়ার বন্ধু এর কাছে একান্ত আবেদন যে, বন্ধুরা আমাদের এই পোস্টটিকে প্রচুর পরিমানে শেয়ার করুন যাতে ব্যাগের প্রকৃত মালিক ব্যাগটি ফিরে পেতে পারেন। তাছাড়া রেল পুলিশ অথবা রাজ্য পুলিশের কোনও থানায় যদি হারিয়ে যাওয়া ব্যাগের বিষয়ে জানা থাকে তাহলে অতি অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করুন এই ফোন নম্বর -9831445766 অথবা ধৃতরাষ্ট্র দত্ত, সম্পাদক- সাংবাদিক, আদর্শ তিতুমীর পত্রিকা, সংবাদ তিতুমীর, লাইভ তিতুমীর, এ/৬২,১ নম্বর আজাদ হিন্দ নগর, আগরপাড়া, কোলকাতা -৭০০১০৯। ব্যাগের প্রকৃত মালিককে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার প্রতিক্ষায় রইলাম।

সংবাদ সৌজন্যে : আদর্শ তিতুমীর পত্রিকা।

Advertisements

Leave a Reply