June 17, 2025

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লি যাচ্ছেন মমতা বন্ধ্যোপাধ্যায়

0
Advertisements

HnExpress রূপা বিশ্বাস, কলকাতা ঃ মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফল ঘোষণার পর রাজনীতিতে সৌজন্য রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্হিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।

তিনি এই দিন নবান্নে জানালেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য দিল্লি থেকে তাঁর কাছে আমন্ত্রন পত্র এসেছে। ৩০মে দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্ধ্যোপাধ্যায়ের কাছে আমন্ত্রন পত্র পাঠানো হয়েছে এবং সেই আমন্ত্রণপত্র দেরিতে হলেও গ্রহণ করেছেন তিনি।

মমতা বন্ধ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেছেন, আমার কাছে আমন্ত্রণ পত্র এসেছে এবং আমি কয়েক জনের সাথে কথা বলে নিয়েছি। আমরা আগামি ৩০ তারিখের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করবো। তিনি আরও বললেন, সাংবিধানিক সৌজন্যতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্হিত থাকার চেষ্টা করব। তিনি আগামী কালই রওনা দেবেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।

Advertisements

Leave a Reply