March 24, 2025

“মেরা পিউপিল ফর পিউপিল সোস্যাল ওয়ার্ক” – এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

0
Advertisements

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : শনিবার দিন পূর্ব বর্ধমান কাটোয়া ১নং ব্লকের সুদপুর গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত রায়েরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল “মেরা পিউপিল ফর পিউপিল সোস্যাল ওয়ার্ক” -এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এইদিন স্বেচ্ছায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে আয়োজকরা জানান। আয়োজকেরা এদিন প্রায় ৫০ জন রক্তদাতাদের হাতে উপহার তুলে দেন। রক্তদান শিবির অনুষ্ঠান ছাড়াও এইদিন ২০০ জন অসহায় দঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণও করা হয়।

এইদিন উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি গিয়াসউদ্দিন সেখ, সভাপতি সুলেখা ঘোষ, সহ সভাপতি মমতাজ খাতুন, সুদপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন বিবি, সুদপুর গ্ৰাম পঞ্চায়েত উপ প্রধান ধানুগোপাল হালদার, মেরা পিউপিল ফর পিউপিল সোস্যাল ওয়ার্ক এর সদস্য মোবারক চৌধুরী, বাপন সেখ, রামকৃষ্ণ ঘোষ, সেখ আফরোজ, হোসমা চৌধুরী, মায়া পণ্ডিত, বন্দনা মণ্ডল, দিপা সর্দার সহ প্রমুখ। মেরা পিউপিল ফর পিউপিল সোস্যাল ওয়ার্ক এর এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Advertisements

Leave a Reply