মুলত ১২ হাজার কৃষককে নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কৃষিভিত্তিক জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো মানব সভ্যতার প্রধান চারটি বৈশিষ্ট্য। এগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে আজ ৩ রা অক্টোবর, বুধবার কলকাতা থেকে দূরে, ধুলাগড় থেকে আরো ১১কিমি. ভিতরে এক গ্রামীণ বাংলার বুকে “সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি”র উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট প্রগতিমূলক প্রশিক্ষণ শিবির। এই প্রগতিমূলক প্রশিক্ষণ শিবিরে প্রায় ১২ হাজার কৃষক এই যোগ করেছেন। যার মধ্যে এদিন শিবিরে অন্তত ৫ হাজার কৃষিকর্মী যোগ উপস্থিত ছিলেন। কালীপুজোর পর সেই সংখ্যাটা ধাপে ধাপে ১২ হাজার ছাড়িয়ে যাবে বলে সংস্থার বক্তব্য।
এখানে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রতহ্য ২০০ টাকা করে স্টাইপেনও দেওয়া হবে যাতায়েত খরচ সমেত। পাশাপাশি খরিফ ফসল, আখ, শস্যদানাকে কীভাবে লাভজনক চাষে রূপান্তরিত করা যায় সেবিষয়েও হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে তাদের।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মুলত যুবসমাজকেই স্বাবলম্বী করে তুলতে ও দিদির সোনার বাংলাকে আরো দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশেষজ্ঞদের দিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে গ্রামের যুবসমাজকে। এরই পাশাপাশি গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য ট্রমাকেয়ার ইউনিট, অ্যাম্বুলেন্স পরিষেবা ও ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।