March 21, 2025

মহিষাসুর মর্দিনীর শুভ মহরত

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, হালিশহর : বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের সদস্য পরিচালক ও প্রযোজক স্বর্ণদীপ সূত্রধরের প্রোডাকশন রুটস্ মোশন পিকচার্সের নিবেদন মহিষাসুর মর্দিনী। রিলিজ হচ্ছে মহালয়ার দিন ভোর বেলায়। এখানে চরিত্রে পাঠ করছেন দুর্গা মহুয়া দাস, মহিষাসুর সুদীপ্ত দাস, মহাদেব শিবের চরিত্রে ও স্ক্রিন প্লেতে অঞ্জন নাথ, ইন্দ্রের চরিত্রে অরিজিৎ ব্যানার্জি, নর্তকীর চরিত্রে ঈশিতা।

এছাড়াও মৌমিতা পাল, রূপসা পাল-সহ অনেকেই রয়েছেন। টেকনিকাল ফিল্ডে আছেন কোরিওগ্রাফার মৌমিতা মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থপ্রতিম দাস ও গোপাল ঘোষ, ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে পার্থপ্রতিম দাস এবং এডিটিংয়ে জয় অধিকারী।

পরিচালক জানিয়েছেন, সাধারণত থিয়েটার ও বেশ কিছু নতুন মুখের সন্ধানে ছিলেন তিনি। তারই মধ্যে তাঁর মাথায় আসে মহালয়ার প্রাক্কালে মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানের। প্রায় কাস্ট অ্যান্ড ক্রিউের ৪০ থেকে ৪৫ জনের টিম তাঁর। তাঁরা সবাই মিলেই করছেন এই কাজ। এর আগে ঋতুপর্ণ ঘোষের স্মরণার্থে রিতু রঙ্গম আন্তর্জাতিক চলচিত্র উৎসবে এপ্রিসিয়েশন পাওয়ার পর মিস্টার অ্যান্ড মিসেস পারফেকশনিস্ট ফ্যাশন শোয়ের পর এক্কেবারে মাইথোলজির উপর প্রথম কাজ তাঁদের।

মহালয়ার দিন ভোরবেলায় নানান সংবাদমাধ্যম থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে এই মহিষাসুর মর্দিনী।
বৃহস্পতিবার হালিশহর জেঠিয়ায় সূচনা হয় এই মহরতের।

Advertisements

Leave a Reply