December 11, 2024

মহিলা কনস্টেবলকে দিয়ে বডি ম্যাসাজ করানোর অভিযোগে সাসপেন্ড হলেন রেল পুলিশের সুকুমার অধিকারী

0
Img 20190509 Wa0018.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট ঃ গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে বালুরঘাট স্টেশন সংলগ্ন রেল পুলিশের একটি ভিডিও ভাইরাল হয়ে। কি ছিল সেই ভিডিওতে?ভিডিওটি ক্লিক করলেই দেখা যাচ্ছে, এক মহিলা কনস্টেবল তার ঊর্ধ্বতন কর্মকর্তার গা হাত পা ম্যাসাজ করে দিচ্ছেন, তাও বেশ খোশমেজাজেই। মূলত এই ধরনের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসলেন রেল পুলিশের জিআরপি। তৎক্ষনাৎ ওই অভিযুক্ত এএসআই সুকুমার অধিকারী ও মহিলা কনস্টেবলকে ক্লোজ করল রেল পুলিশ কর্তৃপক্ষ। সুত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জিআরপির তরফে। আর তার শেষে যথাযথ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল রেল পুলিশ কর্তৃপক্ষ।

আরও জানা গিয়েছে, বালুরঘাট স্টেশনের দ্বিতীয় তলায় গত কয়েকদিন আগে দুপুরের দিকে রেলের রেস্ট রুম তথা অফিসের ভিতরেই সুকুমার অধিকারী নামে রেলের ওই এএসআই তার অধস্তন মহিলা কর্মীকে দিয়ে পা টেপা ছিলেন। কিন্তু গোপনে তার সমস্ত কৃত্তি কলাপ ক্যামেরাবন্দী হয়ে যায় তাদের অজান্তেই। আর তারপরেই সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর সেই ভাইরাল হওয়া ভিডিও দেখেই নড়েচড়ে বসে জিআরপি। তড়িঘড়ি সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপি থেকে দ্রুত ক্লোজ করা হয়। রেল পুলিশের রেস্ট রুমে মহিলা কনস্টেবলকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর সময় সেই ঘরে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু সহকর্মী, ভিডিও টির ভয়েস শুনে এমনটাই বোঝা যাচ্ছে।

 

 

কিন্তু এত গুলি অফিসারের সামনে কিভাবে এমন একটি অমানবিক ঘটনা ঘটল, আর তারাই বা কেন তার প্রতিবাদ করল না, সেটা জানতেই তাকে ডেকে পাঠানো হয় রেল পুলিশ কর্তৃপক্ষ থেকে। সেখানে তার জবানবন্দিতে উঠে আসে যে, সেদিন তিনি নাকি খুবই অসুস্থ অনুভব করছিলেন, আর তাই তিনি তার অধস্তন কর্মীকে একটু ম্যাসাজ করে দিতে বলে ছিলেন। কিন্তু তা স্বত্তেও বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমত ভিডিও টিতে বেশ পরিস্কার দেখা যাচ্ছে তিনি এবং মহিলা কনস্টেবল টি রীতিমতো হাসাহাসিতে মশগুল, সাথে চলছে টেপাটেপি। তাহলে উনি যে অসুস্থ তার প্রমাণ কই? দ্বিতীয়ত, ওখানে উপস্থিত ছিলেন তার আরও বহু পুরুষ সহকর্মী, ভিডিও তে তাদের হাসির আওয়াজ স্পষ্ট।

তাহলে তিনি যদি প্রকৃতই অসুস্থ হতেন তবে কেন তিনি কোনো পুরুষ সহকর্মীকে দিয়ে ম্যাসাজের কাজ টা করালেন না? ইতিমধ্যেই ওঠা এতগুলির প্রশ্নের সদুত্তর না পেয়ে তাঁকে সাসপেন্ডও করা হয়েছে বলে জানা যায় রেল পুলিশ এর সুত্রে। পাশাপাশি তদন্ত চলাকালীন তাকে অফিসে না আসারও নির্দেশ দেওয়া হয়েছে রেল পুলিশ মারফত। তবে ভিডিও টি সেই সময় কে তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তার কোনো সুত্র পাওয়া যায়নি। তবে ভিডিও টি দেখে বোঝাই যাচ্ছে সেই ব্যাক্তিটি সেই মুহূর্তে ওই জায়গায় উপস্থিত ছিলেন।

এবং এটি যেহেতু রেল পুলিশের রেস্ট রুম ছিল, সেহেতু ধরে নেওয়া যাচ্ছে তিনিও এএসআই সুকুমার অধিকারীরই কোনো এক সহকর্মীই বটে। যদিও সুত্র থেকে জানা গেছে যে তার সহকর্মীদের একাংশের অভিযোগ ছিল, অভিযুক্ত এএসআই সুকুমার বাবুর ব্যবহার মোটেও ভালো ছিল না। তার অধস্তন কর্মীদের সঙ্গে প্রায়শই খারাপ ব্যবহার করতেন তিনি। এমনকি বিভিন্ন সময়ে স্টেশনে মানুষদের সাথেও তার দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে সহকর্মীদের একাংশের।

Advertisements

Leave a Reply