March 21, 2025

মহাপ্রাণ স্মারক সন্মান পেলেন নমশুদ্র বিকাশ পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাজ্ঞ

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মারক সন্মান পেলেন নমশুদ্র বিকাশ পরিষদ এর চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাজ্ঞ। নিউ বারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গ তপশিলী জাতি আদিবাসী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৫তম জন্মজয়ন্তী পালন এবং সন্মাননা জ্ঞাপণ অনুষ্ঠানে রবিবার নিউ বারাকপুর আম্বেদকর ভবনে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মহাপ্রাণ “স্মারক সন্মাননা”র স্মারক ও মানপত্র তুলে দেন নিউ বারাকপুর পুরসভার পৌরপিতা সৌমিত্র মজুমদার। মুকুল চন্দ্র বৈরাজ্ঞ সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন আমি এই সন্মান পেয়ে গর্বিত।

সেনানি সৈনিক হিসাবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমশুদ্র বিকাশ পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন এবং নিউবারাকপুর থেকে নির্বাচিত সদস্য সুখেন মজুমদার রয়েছেন। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মারক সন্মান পেয়ে পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নে ত্রগিয়ে যাবো। বলেন উদ্বাস্তু শব্দটি তুলে দিতে হবে। নানা রকম রাজনীতি চলছে সমাজে। উদ্বাস্তুদের যোগ্য পুনর্বাসন দিতে হবে। অনুপ্রবেশকারীদের ভোটারকার্ড আধারকার্ড প্যানকার্ড বাতিল করা চলবে না।

মহাপ্রাণ স্মারক সন্মান পেলেন নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার, অসীম সাহা, অজয় কুমার রায়, শিতিকন্ঠ ভট্রাচার্য। আম্বেদকর সমাজ আচার্য সন্মান পেলেন নমশুদ্র বিকাশ পরিষদের সদস্য বহুমুখী প্রতিভার সুখেন মজুমদার। মহাপ্রাণ সাহিত্য স্মারক সন্মান পেলেন সংগীতাচার্য তিমির বরন চক্রবর্তী, খগেন্দ্রনাথ বিশ্বাস, ডা:মণীন্দ্রনাথ রায়, সুধীর রজ্ঞন হালদার, ব্যোমকেশ মজুমদার। আম্বেদকর “সমাজ সন্মান” স্মারক ও মানপত্র পেলেন কল্যাণ কুমার বিশ্বাস, সুভাষ চন্দ্র বিশ্বাস, বিজন হাজরা, সদানন্দ ভক্ত, স্মৃতিকণা হাওলাদার।

এদিন উপস্হিত ছিলেন রাজ্যের কারা দপ্তরের সচিব নারায়ণ চন্দ্র সরকার, পৌরমাতা স্বপ্না বিশ্বাস, নির্মিকা বাগচী, অর্চনা সেন, লিপিকা দাস, গৌরী সাহা, পুরপিতা মনোজ সরকার, জয়গোপাল ভট্টাচার্য, ডা:পঙ্কজ কুমার অধিকারী, নিখিল মালো, গুরুপদ সরকার, অশোক মিত্র। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ বারাকপুর আম্বেদকর ফাউন্ডেশনের সম্পাদক দিলীপ বিশ্বাস। আম্বেদকর কালচারাল কলেজের শিক্ষার্থীরা সংগীত আবৃত্তি নৃত্য পরিবেশন করেন।

Advertisements

Leave a Reply