December 13, 2024

“মম অ্যান্ড মী” -এর শিল্পকলা প্রর্দশনী

1
Img 20181031 Wa0003.jpg
Advertisements

HnExpress দেবনাথ চক্রবর্তী, কলকাতা : পিতা-পুত্রের কাজের ধরন এযাবৎ কালে অনেক দেখা গেছে। শিল্প-সংস্কৃতির আঙিনায় তাঁদের দাপট অত্যন্ত উল্লেখযোগ্য ও বিশ্ববন্দিত, ভারতবর্ষের মতো দেশের মাটিতে যা অত্যন্ত স্বাভাবিক। এই দাপট যদি হয় মাতা-পুত্রের , তাহলে তার মাত্রা পায় ভিন্ন।

গত ২৮ অক্টোবর আকাদেমি অব ফাইন আর্টসে সেদিনের অতিথি অভ্যাগতরা এমনই এক দুঃসাহসিক শিল্প কলার সাক্ষী থাকল কলকাতার সংস্কৃতি অঙ্গনের অন্যান্য চিত্র প্রেমী মানুষ মানুষ।

‘মম অ্যান্ড মী’ শীর্ষক মাতা-পুত্রের যৌথ শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী দেবশ্রী ডি. মেহতা ও তাঁর সুযোগ্য শিশু পুত্র দেবরাজ মেহতা তাঁদের মূল্যবান চিত্রশিল্পের সম্ভার নিয়ে। এই সুনিপুণ চিত্রশিল্পের স্রষ্টা স্বশিক্ষিতা দেবশ্রী ও তাঁর শিশুপুত্র। প্রথাগত চিত্রশিল্পের শিক্ষা ছাড়াই তিনি হয়ে উঠেছেন বিশ্ববন্দিত। দেশে-বিদেশে নন্দিতা হয়েছেন বহুবার। পুরষ্কার প্রাপ্তির সংখ্যাও অগুণিত। তাঁর শিশু সন্তান দেবরাজও মায়ের মতোই হয়ে ওঠে শিল্পকলার প্রতি গভীর আগ্রহী। পাশাপশি গল্প ও কবিতাতেও সে সমান পারদর্শী । পেয়েছে বহু পুরষ্কারও।

মোট ৪১ টি চিত্র নিয়ে ৬ দিন ব্যাপী এই প্রদর্শনীর বেশিরভাগ জুড়েই ছিলো দেবশ্রীর আধিপত্য। ৪১ টি ছবির মধ্যে ৩৪ টি ছবিই ছবিই ছিল তাঁর নিজস্ব আর ৭ টি ছবি ছিল পুত্র দেবরাজের।

এই মনোজ্ঞ চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন পশ্চিবঙ্গের শিল্পকলা বিষয়ক কিউরেটর রাধিকা দত্ত এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও শিশুকিশোর সাহিত্য পত্রিকা ও চুনুমুনু পত্রিকার সম্পাদক সম্পা হালদার।

চিত্র সবসময়েই মানুষের অন্তঃস্থিত মনের ভাষা রঙ-তুলিতে তুলে নিয়ে আসার একটি অনন্য মাধ্যম। এই মাধ্যমে মাতা-পুত্রের অবাধ বিচরণ কার্যতই প্রবল কৌতুহলের সৃষ্টি করে যা এক কথায় অনবদ্য। এই মনোমুগ্ধকর প্রদর্শনীটি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

Advertisements

1 thought on ““মম অ্যান্ড মী” -এর শিল্পকলা প্রর্দশনী

Leave a Reply