এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল বারাসাতের ‘ডিজিটাল স্কুল’
HnExpress পার্থ পাল, বারাসাত : ডিজিটাল স্কুল, কথাটা শুনলেই মনে একটা ভালো লাগা তৈরি হয়। আসলে এটি একটি কম্পিউটার প্রশিক্ষণমূলক স্কুল। মানবেন্দ্র মোদক, যিনি এই স্কুল এর প্রতিষ্ঠাতা। আজ তাদেরই বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বারাসাতের রবীন্দ্র ভবনে।
১৯৯০ সালে প্রথম পথ চলা শুরু এই হয় ডিজিটাল স্কুলের।আর তারপর গুটি গুটি পায়ে ২৮ বছর অতিক্রম করে ফেলেছে এই কম্পিউটার স্কুল টি। এখন পর্যন্ত ৩ টি ব্রাঞ্চ তাদের আছে। যার মধ্যে ২ টি বারাসাতে ও একটি রামপুরহাটে। ২টো, 5টা করতে করতে আজ প্রায় ১০০০ এরও বেশি ছাত্র ছাত্রী তাদের ভবিষ্যৎ তৈরির শিক্ষা নিয়ে চলেছে এই ডিজিটাল স্কুল থেকে। আজ তাই এটি একটি ISO-9001 সার্টিফায়েড হতে পেরেছে। স্কুল লেবেল ও প্রফেশনাল লেবেল দুই ভাবেই এখানে কোর্স করানো হয়। এদিন এই অনুষ্ঠানে নিপুন দক্ষতার সাথে প্রত্যেকটি পারফোমেনশে স্কুলের ছাত্র-ছাত্রীরাই অংশ গ্রহন করেছিল।