” অবশেষে গ্রেপ্তার নীরব মোদি, তবে ভারতে কি আদৌ ফিরবে ?”
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ শেষমেষ দেশ ছেড়ে পালিয়েও পার পেলেন না তিনি। এবার আর্থিক তছরূপের দায়ে গ্রেফতার হল নীরব মোদী। ভারতে আর্থিক তছরূপের অভিযোগে অবশেষে ভোটের আগে আগেই গ্রেফতার হিরে ব্যবসায়ী মোদী। তাকে গ্রেফতার করল লন্ডন পুলিস। নীরব মোদীর দেশ ছাড়ার পর তুমুল চাপে পড়েছিল কেন্দ্রীয় বিজেপি সরকার। ঋণ খেলাপে অভিযুক্ত হিরের ব্যবসায়ীকে দেশের জেল হেফাজতে ফেরাতে তাই ভোটের আগে উদ্যোগী হয় দেশের একাধিক মন্ত্রক এমনটাই সুত্রের খবর।
আর তাই হয়েত ভোটের মুখে এটাকেই বড় ইস্যু করতে পারে ভারত সরকার। যদিও নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্রিটিশ সরকার। তবে জনগণের আশংকাজনক প্রশ্ন হল, নিরব মোদীকে কি আদৌ ভারতে ফিরিয়ে আনা হবে? আনা হলেও তাকেই জেল হাজতে রাখা হবে? আর তাই রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য অনুযায়ী মনে করা হচ্ছে যে, এটা দেশের পক্ষে লোকসভা ভোটের আগে আরও একটা বড়সড় চক্রান্ত বা গটাপ কেস নরেন্দ্র মোদীর সরকারের। ইতি মধ্যেই ব্রিটিশ সরকার তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েই রেখে ছিল। তারই প্রথম ধাপ হিসাবে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল লন্ডন, আর আজ গ্রেফতার করা হল তাকে। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালত সোমবার সকালেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ে ছিল।