ভাট পাড়ায় বোমা বাঁধতে গিয়ে ছিন্নভিন্ন শরীর, চলছে পুলিশি টহল

HnExpress জয় গুহ, ভাটপাড়া ঃ ভোট পরবর্তী হিংসাকে ঘিরে বিগত ২ দিন ধরে উত্তপ্ত ভাটপাড়া অঞ্চল। আর নির্বাচনকে ঘিরে গাড়ি জ্বালানো থেকে শুরু করে বোমাবাজি হিংসা ও রক্তের খেলায় মেতে উঠেছে এই এলাকা। এরই মাঝে সুত্রের খবরে জানা গেল, বোমা বাঁধতে গিয়ে ভাটপাড়ায় মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনায় গুরুতর আহত আরও ২ জন। এদিকে রাতভোর তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতারও করেছে প্রায় ২০ জনকে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।
তবে বিগত দুই দিন ধরে ভাটপাড়া, কাঁকিনাড়া সংলগ্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হয় তাতে আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার প্রতিটি মানুষ। স্থানীয়দের আশ্বস্ত করতে ওয়ার্ড ভিত্তিক শান্তি বৈঠক করেছে পুলিশ। চলেছে আধাসামরিক বাহিনীর রুটমার্চ। বুধবার একের পর এক দোকানপাঠ খুলতে শুরু করেছে এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে নতুন করে এলাকায় কোনও অশান্তির খবর নেই। শীঘ্রই শান্ত হয়ে যাবে পরিস্থিতি। কোনও রকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে।
উল্লেখ্য, রবিবার ভাটপাড়া এলাকায় বিধানসভা উপনির্বাচনকে ঘিরেই প্রথম অশান্তির সূত্রপাত। কাঁকিনাড়ার একের পর এক বোমা পড়ার পাশাপাশি, আহত হন বেশ কয়েকজন। এরপর সোম ও মঙ্গলবার টানা উত্তপ্ত ছিল এলাকার পরিস্থিতি। ট্রেন অবরোধের পাশাপাশি, নৈহাটি লোকাল লক্ষ্য করে চলে ইট ও বোমাবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ১৪৪ ধারায় মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী।