বড়দিন উপলক্ষে আলয়ের শিশুদের নিয়ে সময় কাটালো তৃণমূল ছাত্র পরিষদ
HnExpress পলমৈত্র, দক্ষিনদিনাজপুর : সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদ ও গঙ্গারামপুর তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে সোমবার রাতে গঙ্গারামপুর কালদিঘি এলাকায় আলয় আশ্রমের বাচ্চাদের হাতে কেক ও গোলাপ ফুল তুলে দিয়ে একটি অভিনব সময় কাটাল ছাত্র পরিষদের সৈনিকরা। এদিন এই মহান কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়, গঙ্গারামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক সাহা, গঙ্গারামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কালচারাল সেক্রেটারি উৎপল ঘোষ, গঙ্গারামপুর কলেজের এনডি অভিজিৎ রায়, এছাড়াও তুষান কর্মকার, রবি জয়সওয়াল, শুভম প্রসাদ, শঙ্কু বকসী, পার্থ সাহা সুরজিৎ কুমার সাহা, অশোক প্রামানিক সহ অন্যান্যরা।
এদিন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় জানান, মমতা ব্যানার্জীর উন্নয়ন ও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ছাত্রদলের সৈনিকরা বড়দিন উপলক্ষে আজকে গঙ্গারামপুর কালদিঘি আলয় অনাথালয় আশ্রমে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটালাম সকলের হাতে আমরা সাধ্যমত কেক ও গোলাপ ফুল তুলে দিয়েছি। সত্যি তাদের সাথে সময় কাটাতে ও তাদের মধ্যে থাকতে খুব ভালো লাগলো। আমরা বাঙালি, আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকল কাজ করি, সব ধর্মে বিশ্বাসী। ধর্ম নিজের কাছে কিন্তু ধর্ম সংক্রান্ত যে কোনো উৎসবে আপামর মানুষের আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন সব উৎসব একসাথে পালন করি, তাই এবছর বড়দিন পালন করতে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সব বাচ্চাদের সাথে একটি অভিনব সময় কাটালাম।
আগামী বছরও এবং ভবিষ্যতেও এরকম কাজ আলয় আশ্রমের শিশুদের জন্য করবো, আমরা তাদের পাশে আছি। প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি এলাকায় এই আলো অনাথালয়ের বাচ্চাদের মুখে হাসি ফোটাতে তৃণমূল ছাত্র পরিষদ ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার একাংশ সহ সমাজের বিশিষ্টরা। গতানুগতিক ভাবেই এই আশ্রমের শিশুরা আশ্রমের মধ্যেই সব সময় থাকে তাদেরও খেলতে ইচ্ছে করে বড়দিন পালন করতে ইচ্ছে করে বিভিন্ন অনুষ্ঠান সংস্কৃতির সাথে তাদের থাকতে ইচ্ছে করে তাই সেই স্বপ্নকে বাস্তব করে তুলতে এ বছর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা একটি অভিনব উদ্যোগ নিয়েছে যার জেরে এই অনাথালয় এর বাচ্চাদের মুখে হাসি ফুটেছে প্রতিবছরই এরকম হাসি ফোটাতে পাশে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়। তাদের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন গঙ্গারামপুরের বাসিন্দারা।