July 19, 2025

পশ্চিম মেদিনীপুরের মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ মৃত দুই, আহত পাঁচ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  সাত সকালেই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর। বিস্ফোরণ এর ফলে উড়ে যায় মকরামপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর। গুরুতর জখম অবস্থায় পাঁচ জনকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর এর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ভয়ানক বিস্ফোরণটি হয়েছে পার্টি অফিসের মধ্যেই। ভিতরে তখন জনা আটেক কর্মী ছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্টি অফিস এর একাংশ উড়ে যায়। এলাকার বাসিন্দারা ছুটে এসে আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন।

এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক কর্মী।এলাকার বাসিন্দারা দাবি করছেন, ওই দলীয় কার্যালয়ের ভিতরে অনেক বোমা মজুত করা ছিল। আজকে সকালেও চলছিল বোমা বাঁধার কাজ। ওই বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো অব্দি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

Advertisements

Leave a Reply