বীজপুর পুলিশের মানবিক মুখ
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : আত্মীয়ে বাড়ি কাঁচরাপাড়ায় এসেছিলেন গৌতম ভুঁইয়া নামে এক ব্যক্তি। সঙ্গে ছিল বছর কুড়ির মেয়ে নাম রিয়া ভুঁইয়া। তাদের বাড়ি মালদার কালিয়াচকে। ব্যক্তিগত কারণে তাঁরা এসেছিলেন কাঁচরাপাড়ায়। কাজ সেরে তাঁরা ফিরে যাচ্ছিলেন নিজের বাড়িতে। ২৬ শে আগস্ট সন্ধ্যায় কাঁচরাপাড়া রেল স্টেশনের ঘটনা। এমন সময় মেয়েটি ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন বোধ করায় নিজেদের জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখে রিয়াকে গৌতমবাবু ওয়াশরুমে নিয়ে যান।
এসে দেখেন যাঁর কাছে বিশ্বাস করে জিনিসপত্র রেখে গেছিলেন সেই ব্যক্তি সবকিছু নিয়ে চলে গেছেন। এরপর অসহায় গৌতমবাবুর কাছ থেকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস, পশ্চিমবঙ্গ কমিটি-0365 বিষয়টি অবগত হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁদের এই প্রতারণার বিষয়টি বীজপুর থানায় জানানো হয়। বীজপুর পুলিশের সাব-ইন্সপেক্টর কুন্তল মজুমদার বিষয়টি অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখেন ও তাৎক্ষণিক পর্যালোচনা করে নিজেদের গাড়িতে পরদিন ২৭ তারিখ তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। সংগঠনের পক্ষ থেকে বীজপুর পুলিশ প্রশাসনকে মানুষের পাশে সর্বদা সদাসতর্ক থাকার জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ওই অভিযুক্ত ব্যক্তিরও খোঁজ চালাচ্ছে পুলিশ।