June 17, 2025

বীজপুর জুড়ে চলছে লোটোর রমরমা অভিযোগ বিজেপির

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বীজপুর মূলত কাঁচরাপাড়া জুড়ে চলছে রমরমা ব্যবসা। এমনটাই অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মিডিয়া সেলের সম্পাদক সন্তোষ রায়। তিনি অভিযোগ করেন, কাঁচরাপাড়ার বিভিন্ন ওয়ার্ডে অবাধে চলছে এই ব্যবসা। প্রকাশ্য দিবালোকে চলছে বেআইনি লোটোর কারবার। যার দরুন যুবসমাজ বিপথে চালিত হচ্ছে। যুবসমাজকে অসামাজিক পথে চালিত করছে তৃণমূল পুরবোর্ড।

সরেজমিনে খোঁজ করে দেখা গেছে, কাঁচরাপাড়ার লক্ষ্মী সিনেমা হল চত্বর, থানা মোড় লাগোয়া অশোক মিত্র সরণি, সিটি বাজার, কুলিয়া রোড, এমনকি কল্যাণী-বারাকপুর এক্সপ্রেস ওয়েতে আলসে বাজারে চলছে এই অবৈধ ব্যবসা। এলাকার দুই অবৈধ কারবারি রানা সাউ ও রন্জন কেশরি বিভিন্ন ওয়ার্ডে লোটোর ব্যবসা চালাচ্ছে। ওই সব ওয়ার্ডের কাউন্সিলরদের এজন্য মাসে মোটা টাকা মাসোহারাও দিতে হয় বলে লোটোর কারবারিরা জানিয়েছেন। মাসোহারা দিতে হয় পুলিশকেও।

যদিও পুলিশ সূত্রে দাবি, লোটোর ব্যবসা সম্পূর্ণ বন্ধ বীজপুরে। একই সঙ্গে পুলিশকে মাসোহারার যে কথা বলা হচ্ছে তাও সর্বৈব মিথ্যা। পুলিশের এই দাবি মেনে নিতে চাননি সন্তোষবাবু।
তিনি আরও জানান, প্রশাসন যদি আশু এবিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেয় বিজেপি আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

Advertisements

Leave a Reply