‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’ -৪ঠা ভাগ
HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ জানা আছে কি সারা ভারতের সাক্ষরতার যা হার, তার চাইতে এগিয়ে মধ্যমগ্রাম? বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান এর পাশাপাশি আজ এই বিষয়েও কিছু আলোচনা হয়ে যাক। ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে মধ্যমগ্রাম শহরের জনসংখ্যা হল ১৫৫,৫০৩ জন।
এর মধ্যে পুরুষ হলো ৫১% এবং নারী ৪৯%। ভারতের সাক্ষরতার হার যেখানে ৫৯.৫%, আর সেখানে মধ্যমগ্রামে সাক্ষরতার হার কিন্তু ৭৬%। পুরুষদের এই হার ৮০% এবং নারীদের হার হল ৭১%। এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
ফলে নানা দিকেই খ্যাতি রয়েছে এই ঐতিহ্যের জনপদের। আর এর অন্যতম হল এখানকার বিখ্যাত কালীপুজো। মধ্যমগ্রামে দেবীগড়ে ইয়ং সেন্টারের তেপ্পান্ন বর্ষের থিম ‘মায়াজালে যোগ’। সমাজ সচেতনতামূলক বার্তার প্রচারে মহামায়া যোগরতা। এই ভাবনাকে মূলধন করে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে রোগমুক্ত করাই মূল লক্ষ্য।
এছাড়া রয়েছে উত্তর বীরেশপল্লীর নবদোয় সংঘের অভিনভ থীম “লাইফ লাইন”। এখানে মন্ডপের মধ্যে মাতৃ প্রতিমাকে দেখা যাবে একাগ্রচিত্তে যোগাসনে ঝুলন্ত অবস্থায় ভাসমান। এখানে যোগাসন বা ব্যায়ামের উপকারীতা এবং প্রয়োজনীয়তাকে মানুষের দৈনন্দিন জীবনে লাইফ লাইন হিসেবে প্রদর্শন করা হয়েছে।
এবারে মধ্যমগ্রামের সেইসব পুজোগুলোর মধ্য থেকে বাছাই করা বেশ কয়েকটি পুজোকে দেওয়া হবে ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০১৯’। উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’। বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায় প্রমুখ।
সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছেন চ্যানেল হেড ইন্দ্রানী সেনগুপ্ত। এরই পাশাপাশি ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে — বেঙ্গল টুডে, সংবাদপ্রতিখণ, বিবিপি নিউজ, লাভ এ্যন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। তাই এইসব চমক আর অভিনবত্ব দেখতে গেলে নজর রাখতেই হবে আমাদের হাইলাইট নিউজ এক্সপ্রেস চ্যানেলের পর্দায় (HIGHLIGHT NEWS EXPRESS YOUTUBE CHANNEL / WEB CHANNEL, HNEXPRESS.CO.IN)।
সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোসার্জেন, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা, এস আর আই এ এইচ সি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।