December 11, 2024

বিশেষ ধারাবাহিক প্রতিবেদন : বিপদ পদে পদে -১ম পর্ব

0
Inshot 20180912 083253781.jpg
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর হইচই চলছে রাজ্যময়। দিস্তা দিস্তা লেখা হচ্ছে। বৈঠক হচ্ছে অজস্র। গবেষণা চলছে পাড়ায় পাড়ায়। বড় যে কোনও দুর্ঘটনার পর যা হয়।

কিন্তু কেবলই কি বিপজ্জনক সেতু? শহরজুড়ে কয়েক হাজার বিপজ্জনক বাড়ি। প্রায় সবই পুরনো, রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ। পুরসভা বেশ কয়েকশো এ রকম বাড়িকে ‘বিপজ্জনক’ বলে চিহ্ণিত করেছে। কিন্তু আবাসিকরা, বরং বলা যেতে পারে নামমাত্র বা বিনা ভাড়ার বাসিন্দারা সেই বাড়ি ছেড়ে অন্যত্র যেতে পারছেন না।

আবাসিকরা প্রাণ হাতে করে মাথা গুঁজে আছে এ রকম সব বিপদের নিচে। মাঝেমধ্যে ভেঙে পড়ে কেউ কেউ মারা যাচ্ছে। হইচই-লেখালেখি হচ্ছে। তার পর যে কে সেই। ছাড়বে না শঙ্কিত পরিবার। কারণ, প্রায় বিনা ভাড়ায় এভাবে থাকার সুযোগ মিলবেই বা কোথায়?

ধরা যাক ১৬, স্ট্র্যান্ড রোডের কথা। কতকাল বাড়িটার পরিচর্যা হয় না, কে জানে? দেওয়ালে রোদ-জলে পুষ্ট হচ্ছে অশ্বত্থ-বটের ঝাঁক। ঠিক পাশের বাড়িটার ঠিকানা ১৮ নম্বর। বিপজ্জনক বলে পুরসভা ঘোষণা করেছে সেটিকে। একমাত্র ওখান থেকে স্থানান্তরিত হয়েছে পঞ্জাব ন্যশনাল ব্যাঙ্কের শাখা।
(চলবে)।

Advertisements

Leave a Reply