March 20, 2025

বিভিন্ন জেলার মতোই দক্ষিণ দিনাজপুরে সাড়ম্বড়ে পালিত হচ্ছে রথযাত্রা

0
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সাড়ম্বড়ে পালিত হচ্ছে রথযাত্রা। এদিন বিকেলে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রায় কাক ভেজা হয়ে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে সুসজ্জিত রথে করে প্রায় কয়েক লক্ষ মানুষ টেনে নিয়ে যান, যা সারা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এখনো পালিত হচ্ছে। উল্লেখ্য প্রতিবছর আষাঢ় মাসে এই দিনটির জন্য শুধু মাত্র রথের দড়ি টানার জন্য বহু মানুষ চাতক পাখির ন্যায় প্রতিক্ষা করেন।

এদিন রথযাত্রাকে ঘিরে যে কোনরকম এর অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের তরফে প্রচুর মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়। এদিন রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় সুবৃহৎ মেলাও বসে। অবশেষে রথযাত্রায় ঘুরতে আসা প্রত্যেকটি মানুষ সুমিষ্ট জিলাপি ও পাপড় ভাজা, যা কিনা রথের প্রধান আকর্ষণ তাই কিনে সহাস্যে বাড়ির পথ ধরেন।

Advertisements

Leave a Reply