December 11, 2024

বিধ্বংসী সাইক্লোন ‘ফণী’-র জন্য নবান্ন ও কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম

0
Fb Img 1556818736020.jpg
Advertisements

HnExpress কলকাতা ঃ আবহাওয়া দফতর সূত্রে পাওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় ‘ফণী’ রাজ্যে ঢুকবে আগামিকাল রাতে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় আগামিকাল সকাল থেকেই সোমবার ৬ মে পর্যন্ত কলকাতা পুলিশে অষ্টপ্রহর চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদায় আসীন আধিকারিকরা। সঙ্গে থাকবেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা। এই মুহুর্তে ফণী’র অবস্থান, পুরী থেকে ৩২০ কিমি দূরে এবং কলকাতা থেকে ৭১০ কিমি দূরে।

তৈরি থাকছে আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে। সরকারের পক্ষ থেকে তাই অনুরোধ, অযথা আতঙ্কিত হবেন না। জরুরি অবস্থায় ফোন করুন আমাদের কন্ট্রোল রুমে ঃ ( ০৩৩-২২১৪৩০২৪/২২১৪-৩২৩০/২২১৪-১৩১০)। জানাতে পারেন ১০০ নং ডায়াল করেও। বিশেষ হেল্পলাইন থাকছে একটি, ৯৪৩২৬১০৪৪৪, যে নম্বরটিতে ফোন করা ছাড়াও হোয়াটস্যাপ করতে পারবেন।

রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলার। পাশে আছি আমরা, সমস্যায় পড়লে নির্দ্বিধায় যোগাযোগ করুন উপরের ফোন নম্বরগুলিতে। এর পাশাপাশি প্রবল ঘুর্ণিঝড় ফণী’র মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিতে বাংলা প্রশাসন খুলল নবান্নের হেল্পলাইন। এই নাম্বার দুটি ২৪ ঘন্টা থাকবে, নাম্বার দুটি হল ঃ ০৩৩ ২২৫৩-৫১৮৫, অথবা ডায়েল করুন ১০৭০ তে।

তথ্যসূত্র ঃ সোস্যাল মিডিয়া।

Advertisements

Leave a Reply