বিদ্যাসাগর চর্চা কেন্দ্র ও ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে ক্ষুদিরাম স্মরণ
HnExpress অলোক আচার্য, বিশরপাড়া : স্বাধীনতা সংগ্রামী ও তরুন বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ১১১তম আত্মবলিদান দিবস যথাযথ মর্যাদা সহকারে পালন করা হল শনিবার সকালে বিশরপাড়া ১নং প্লাটফর্মে। নিউব্যারাকপুর, বিরাটী, মধ্যমগ্রামের সামাজিক সংগঠন বিদ্যাসাগর চর্চা কেন্দ্র ও বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে মনীষীর মহাপ্রয়ান দিবস পালন করে। সকালে প্রভাতী অনুষ্ঠানে ক্ষুদিরামের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধার্ঘ জানান শিশু থেকে স্কুল পড়ুয়া এবং এলাকার প্রবীণ মানুষেরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুশিল আইচ,শৈলেন ঘোষ,রামেশ্বর বন্দ্যোপাধ্যায়,শেখ আবদুল আলিম,বিপ্লব দত্ত,বিদিশা দত্ত প্রমুখ। এছাড়াও রেলওয়ে স্টেশনে নিত্যযাত্রীরা ও ক্ষুদিরামের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে স্মরণ করেন। স্মৃতিচারণা করেন বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের সম্পাদক রামেশ্বর বন্দ্যোপাধ্যায় ও সদস্য বিপ্লব দত্ত প্রমুখ। বিকালে বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টারের কার্যালয়ে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা এবং দেশাত্মবোধক সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেন শিল্পী ও কলাকুশলীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন রামেশ্বর বন্দ্যোপাধ্যায়।