July 19, 2025

বিচারকের চোখে পুজো পরিক্রমা —৫ম

0
Advertisements

HnExpress অশোক সেনগুপ্ত, উত্তর ২৪ পরগণা ঃ বিচারকের মতামতে, কেএনসি রেজিমেন্টের অভিনব সৃষ্টি দেখে আমাদের, মানে বিচারকদের বাতানুকুল মিডি হরিতলার মোড় থেকে এবারে উড়ালপুলের নিচ দিয়ে ডান দিকে বাঁক নিল। রাস্তার ধারে দর্শকদের দীর্ঘ লাইন। কেকে মিত্র রোড ধরে শহিদ বিনয় ঘোষ স্মৃতি মার্কেট ও তিতুমীর বাস টার্মিনাসের সামনে দিয়ে ফিরে এলাম আবার মধ্যমগ্রামে।

এলাম রামকৃষ্ণ পল্লী নেতাজী স্পোর্টিং ক্লাব শ্যামাপুজো কমিটির মাঠে। সুন্দর ভাবনা। পুজো কমিটির সভাপতি তীর্থ অধিকারী জানালেন, “এবার আমাদের ৪২-তম বর্ষ। এখানে মা কালী আবির্ভূতা হয়েছেন আদিবাসী নারী হিসাবে। আর এটা ধামাসা-মাদল সহযোগে সাঁওতালি সেই আদিবাসীদের পুজোর রূপ।“

কেবল ভাবনা নয়, মন্ডপসজ্জা, প্রতিমা সবই ছিল নজরকাড়া। সেই তুলনায় পুজোর বাজেট নগন্য। তবে অধিকাংশ মফস্বলের মতই যাতায়াতের সময় এখানকার অপরিসর রাস্তা বুঝিয়ে দেয়, উন্নয়ন এখানে যা-ই হোক না কেন পরিকল্পিত নগরায়ন এখনো ভীষণ দরকার। যেটা অবশ্যই প্রয়োজনীয় জনবসতি তৈরির আগেই দরকার (ক্রমশঃ)।

Advertisements

Leave a Reply