December 13, 2024

স্বাধীনতা দিবস এর ৭২তম বর্ষ পালন করা হলো বাস ইউনিয়নের তরফ থেকে

0
Img 20180815 Wa0074.jpg
Advertisements

HnExpress মো: মনিরুজ্জামান, আম ডাঙা : আমডাঙার লোকাল বাস কার্যালয় এর সামনে ৮৭, ৮৭এ ও ৮৮ রুটের বাস ইউনিয়ন (INTTUC) শ্রমিক সংগঠনের যৌথ প্রচেষ্টায় উদযাপিত হল ৭২ তম স্বাধীনতা দিবস। জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করলেন এলাকার বর্ষীয়ান নেতৃত্ব লোকমান সাহেব। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বাস সংগঠনের সভাপতি আব্দুল আজিজ ধুকরে, ভগবান সিং, এবং ৮৭, ৮৭এ, ৮৮ রুটের মোট ৪২ টি বাস এর চালক, কন্দ্রাকটর, হেলপার, সকাল ৯ টার সময় পতাকা উত্তোলনের পর আবার নিত্ত যাত্রীদের পরিষেবা দিতে তারা রাস্তাতে নিয়মিত বাস চালাতে আরম্ভ করে অন্য দিন গুলির মতো।

Advertisements

Leave a Reply