বাংলায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ বিশ্ব ব্যাঙ্কের
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ গত চার-পাঁচ বছরে বাংলায় ব্যাপকভাবে বিনিয়োগ করেছে বিশ্ব ব্যাঙ্ক। শিগগিরি বিনিয়োগের পরিমাণ এক বিলিয়ন ডলারের গণ্ডী পেরোবে। এর পাশাপাশি তারা লজিস্টিক্স, সামাজিক সুরক্ষা এবং নগরোন্নয়নের মত ক্ষেত্রগুলিতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ভাবছেন।
বাংলায় বিশ্ব ব্যাঙ্কের এই বিপুল বিনিয়োগের অন্যতম কারণ হল গত সাত বছরে রাজ্য সরকারের আর্থিক নীতি। ফিস্কাল রেস্পন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বাংলা যা যা উদ্যোগ নিয়েছে তাও বিশ্ব ব্যাঙ্ককে মুগ্ধ করেছে।
প্রসঙ্গত, বিশ্ব ব্যাঙ্ক মিউনিসিপ্যালিটি এবং পুরসভাগুলির সঙ্গে কাজ করতে চায় যাতে কর আদায় বাড়ে, রাজস্বের ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রকল্পের জন্য অনুমোদিত অর্থের ব্যবহার যথাযথ হয় এবং রাস্তা তৈরী, বাজার তৈরী, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মত প্রকল্পগুলি ভালোভাবে এগিয়ে চলে।