April 26, 2025

বন্ধ হয়ে গেল তেঁতুলতলা রুটের অটো চলাচল

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : হালিশহরের তেঁতুলতলা থেকে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন ব্রাডলি ট্যাঙ্ক অবধি অটো চলাচলের রুট বাতিল হয়ে গেল। তার পরিবর্তে এই রুটে চালু হল টোটো। বুধবার, ২৯ আগস্ট থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। পাশাপাশি এই রুটের সব অটোকে পাঠিয়ে দেওয় হয়েছে বাগমোড়-কাঁচরাপাড়া স্টেশন রুটে।

প্রসঙ্গত, ২০০৫-০৬ নাগাদ তৎকালীন বিধায়ক প্রয়াত জগদীশ দাস এই রুটে অটো চালু করেন। এক যুগের মধ্যে তা বন্ধ হয়ে গেল টোটোর চাহিদায়। ফলে এলাকার সাধারণ মানুষের থেকে বেশি অসুবিধায় পড়বেন রেলের কর্মচারীরা। কারণ সকাল-বিকেল এই অটোতেই তাঁরা মাত্র ১০ টাকায় আসা-যাওয়া করতে পারতেন। এখন তার জন্য দ্বিগুণ কড়ি গুণতে হবে। এপ্রসঙ্গে অনেকেরই অভিমত, রেলের বেতনের কাছে এই বাড়তি টাকাটা নাকি তেমন কিছু নয়।
পুরসভা সূত্রে জানা গেছে, মোট জমা পড়া টোটো মালিকদের এলাকার বিভিন্ন রুটে ভাগ করে দেওয়া হচ্ছে।

এতে সাধারণ মানুষের সুবিধাই হবে। তবে কলেজ মোড় ও থানা মোড়ের বেশি টোটো চলাচলে কোনও অনুমতি দেওয়া হবে না। এমনকি স্টেশন চত্বরেও টোটোর প্রবেশ নিষেধ। এরই সঙ্গে রুট উল্লেখ করে প্রতিটি টোটোতে সেঁটে দেওয়া হয়েছে পুরসভা ও তৃণমূল ট্রেড ইউনিয়নের স্টিকার।

Advertisements

Leave a Reply