December 11, 2024

বক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালায় হালিশহরে প্রথম হলেন বিশ্বজিৎ

1
Img 20180901 Wa0000
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উন্নয়ন ও জনহিতকারী প্রকল্পকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র চলছে কর্মশালা। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুবক্তা তৈরির লক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হয় হালিশহর শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে। সেই প্রতিযোগিতায় সেরাদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা হবে পুরসভাভিত্তিক। এরপর এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে জেলাস্তরে।

হালিশহর পুরসভার অধীনস্থ ২৩টি ওয়ার্ডে এই প্রতিযোগিতা চলে বেশ কয়েকদিন ধরে। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ৩০ আগস্ট পুরসভার শতবার্ষিকী ভবনে। হাজির ছিলেন পুরপ্রধান অংশুমান রায়, বীজপুর তৃণমূল যুব কংগ্রসের কনভেনর-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম স্থান অর্জন করেছেন ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ সাহা। মোট ২০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১৭৮।

Advertisements

1 thought on “বক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালায় হালিশহরে প্রথম হলেন বিশ্বজিৎ

Leave a Reply