December 14, 2024

ফের সেতু বিপর্যয়! এবার শিয়ালদায়

1
Inshot 20181005 005852771.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের সেতু বিপর্যয়ের ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। এবার খোদ শিয়ালদার কাছে লা’মার্টিনিয়ার স্কুলের কাছে। এদিন এজেসি বোস রোডের একাংশে সেতুর বালি ঝরে পড়ছে দেখতে পান কিছু মানুষ। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। মানুষ ছোটাছুটি করতে থাকে।

জানা গেছে, এজেসি বোস রোডের একাংশে সেতু থেকে বালি ঝরে পড়তে থাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ হতেই আতঙ্ক ছড়ায়। খবর যায় পূর্ত দপ্তরেও। পূর্ত বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। জানা যায় সেতুতে রুটিনমাফিক মেরামতির কাজ চলছে। তার জেরেই কিছু বালি ঝরে পড়ে। কলকাতা পুলিশ তাদের অফিসিয়াল ট্যুইটারে বিষয়টি বিশদে জানিয়েওছে। এর দরুন অহেতুক আতঙ্ক ছড়ানোর জন্যও পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে।

Advertisements

1 thought on “ফের সেতু বিপর্যয়! এবার শিয়ালদায়

  1. আতঙ্ক না ছড়ানোর জন্য……পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে ॥

Leave a Reply