December 11, 2024

ফের রক্তাত জঙ্গলমহল, খুন তৃণমূল নেতা

0
Img 20180828 Wa0007.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ঝাড়গ্রামে খুন তৃণমূল নেতা চন্দন ষড়ঙ্গী। আজ সকালে জামবনি ও ঝাড়গ্রাম বর্ডারের সত্যাদিঘি থেকে চন্দনবাবুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। যদিও পুলিশের প্রাথমিকভাবে অনুমান, গতরাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় চন্দনবাবুকে। আজ সকালে মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থানে যায় জামবনি ও ঝাড়গ্রাম থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গতরাতে মোটরবাইকে করে ঝাড়গ্রামে দাদা, প্রসূন, ষড়ঙ্গীর কাছে যাচ্ছিল দুবরার বাসিন্দা চন্দনবাবু। অভিযোগ, পথে দুষ্কৃতীরা তাঁকে খুন করে। এদিকে ভাই না আসায় চিন্তায় পড়ে যান প্রসূনবাবু। তিনি খোঁজখবর শুরু করেন। বাড়িতেও খবর দেন। তবে কেউ কোনও খবর দিতে পারেননি। এরপর আজ সকালে সত্যাদিঘির এক ধানজমি থেকে মৃতদেহ উদ্ধার হয়। খবর যায় প্রসূনবাবুর কাছে। তিনি এসে মৃতদেহ শনাক্ত করেন। ঘটনাস্থানে আসে পুলিশও।

Advertisements

Leave a Reply