December 11, 2024

ফের জয় শ্রীরাম স্লোগানে মেজাজ হারালেন বাংলার সুপ্রিমো

0
Screenshot 2019 0531 131441.png
Advertisements

HnExpress ভাস্কর বাগচি ও জয় গুহ, ভাটপাড়া ঃ ফের জয় শ্রীরাম স্লোগান শুনেই সম্পুর্ন মেজাজ হারালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পুরনো কায়দায় গাড়ি থেকে নেমে হম্বিতম্বি করতেও দেখা গেল তাঁকে। তাঁর গাড়িতে হামলা করেছে স্লোগানকারীরা এমনই অভিযোগ মমতার। তাঁর নির্দেশে পুলিশ নাকা চেকিং শুরু করেছে ভাটপাড়া এলাকার ঘরে ঘরে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ভাটপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। পাশাপাশি সেইদিন সোস্যাল সাইটেও ট্রোলিংও শুরু হয়ে যায়।

এদিন নৈহাটিতে দলীয় ‘সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করতে বিকেলের দিকে তিনি যখন ভাটপাড়া এলাকা দিয়ে পার হচ্ছিলেন, তখন রাস্তার ধার থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মমতার অভিযোগ, এক দল লোক তাঁর গাড়ির উপর হামলা করে। তাঁর উদ্দেশ্যে নাকি ভেসে আসে গালিগালাজ। এর পরেই গাড়ি থেকে নেমে পড়েন মমতা। তেড়ে যান ওই দলটির দিকে। সুত্র অনুযায়ী তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমাদের খাবে, আমাদেরই পরবে, আবার গন্ডগোল করবে? বেঁচে আছ তো আমাদের জন্যই।’’ এর পরেই তিনি পুলিশ কর্তাদের কড়া নির্দেশ দেন, ‘‘সবার নাম নোট করে নিন। ঘরে ঘরে নাকা চেকিং করুন। যারা গন্ডগোল করেছে সবাইকে ধরুন।’’

ভাটপাড়ার ওই এলাকায় মূলত সব অবাঙালি মানুষের বসবাস। মমতা ব্যানার্জী চিৎকার চেঁচামেচি করে তাঁর গাড়িতে উঠতেই ফের জোরসে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। গাড়ি থেকে আবারও নেমে আসেন তিনি আর তাঁকে বলতে শোনা যায়, ‘‘আয় সামনে আয়। বুকের পাটা থাকলে সামনে এসে বল।’’ এদিন মমতার অভিযোগ, ‘‘স্লোগান দেবে দিক। কিন্তু সাহস কত, বিজেপির ফেট্টি বেঁধে আমাকেই গালিগালাজ করছে, আমার গাড়িতে হামলা চালাচ্ছে! এদের আমরা যত্ন করে রেখে দিয়েছি। এরা সব আউট সাইডার। এরা কেউ বাংলার স্থানীয় লোক নয়।’’

কিন্তু অন্যদিকে মমতার এই ‘আউট সাইডার’ মন্তব্যকে ঘিরেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই নিয়ে বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রাদেশিকতার রাজনীতি করছেন। ফের নৈহাটিতেও ক্ষুব্ধ মমতাকে গাড়ি থেকে নেমে আসতে দেখা যায় ভাইরাল ভিডিওতে। গাড়ি থেকে নেমে মমতাকে বলতে শোনা যায়, ‘‘চামড়া গুটিয়ে ছেড়ে দেব। যতসব ডাকাত ক্রিমিনাল। সবকটাকে তাড়িয়ে ছাড়ব।’’

এদিন নৈহাটির সত্যাগ্রহের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন, কত বড় সাহস, আমার গাড়ির সামনে এসে গালিগালাজ করেছে। সঙ্গে সঙ্গে এরেস্ট করতে পারতাম। তবে লোক গুলোকে চিনে রেখেছি। আমাদের শ্লোগান হল জয় হিন্দ, জয় বাংলা। লক্ষ্য বার, কোটি বার বলব। জয় হিন্দ বলব। লোকের সঙ্গে দেখা হলেই বলব জয় হিন্দ।’ এরপর তিনি পুলিশকে যেকোনো পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করার নির্দেশ দেন।

প্রয়োজনে নাকা চেকিং, গন্ডগোল করলেই গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি, পুলিশও যদি অত্যাচার করে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি পুলিশ ও আমলাদের সতর্ক করে জানান, প্রশাসন এখনো তার হাতেই রয়েছে। এরপর তিনি হুমকির সুরে বললেন, ‘বদল চেয়ে ভুল করেছিলাম, এবার বদলা নেব।’

Advertisements

Leave a Reply