ফের উত্তপ্ত কাঁকিনাড়া-ভাটপাড়া, রেল স্টেশন লাগোয়া ২৯ নং রেলগেটে শুরু হয় রেল অবরোধ
HnExpress রূপা বিশ্বাস, কাঁকিনাড়া ঃ গতকাল এর পর ফের উত্তপ্ত ভাটপাড়া, আজ সকাল ৮ঃ৪০ মিঃ থেকে ফের কাঁকিনাড়ায় রেল স্টেশন লাগোয়া ২৯ নম্বর রেলগেটে শুরু হয় রেল অবরোধ। সূত্রের খবর অনুসারে, ১৮ মে অর্থাৎ ভোটের আগের দিন থেকেই ভাটপাড়া লাগোয়া এলাকায় এই অশান্তির সুত্রপাত হয়। সেখানে রোজই চলছে দুষ্কৃতিদের হামলা। গত চার দিন ধরে চলছে গোলাগুলি বোমাবাজি সহ ইটবৃষ্টি। জায়গায় জায়গায় পুলিশ বাহিনি থাকা সত্বেও চরম আতঙ্কে রয়েছে স্হানীয় বাসিন্দারা।
পরিস্হিতি সামাল দিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। সুত্র অনুসারে গত সোমবার অর্থাৎ গতকাল ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু তারপরও সেখানকার পরিস্হিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই অশান্তির জেরে গতকাল কাঁকিনাড়া স্টেশনে অবরোধ শুরু হয়। এবং আজ সকালেও ৮ঃ৩০ মিঃ থেকে ২৯ নম্বর রেলগেটে শুরু হয় অবরোধ। এই অবরোধের জন্য শিয়ালদা মেন শাখায় বহু সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এদিন প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ অনুসারে, সকাল বেলায় দুষ্কৃতিরা ট্রেন অবরোধ করে এবং ট্রেনকে অনুসরন করে চলে তুমুল বোমাবাজি সহ ইট পাথর ছোড়া। যার কারনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্লাটফর্মে আতঙ্কিত যাত্রিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সুত্রের খবর সেখানকার স্হানীয় বাসিন্দারাও রীতি মতন আতঙ্কের মধ্যে রয়েছেন।
তাদের আকুল মিনতিপূর্ণ প্রশ্ন, কবে শেষ হবে এই অশান্তির রেশ? তারা আরও জানান এই ঘটনার জন্য আহত হয়েছেন বহু মানুষ, তবুও কেন নিরব ভূমিকা পালন করছেন কেন্দ্র ও রাজ্য প্রশাসন? কবে প্রশাসন এর একটা বিহিত করবেন? তাদের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক সংঘর্ষের ফলে ঘটে চলেছে একের পর এক নৃশংস হামলা, যার বলি বা শিকার হচ্ছে সাধারণ জনগণ। যদিও আজ বেলা ১২টার পরে তুলে নেওয়া হয় রেল অবরোধ। তবুও এখনো এলাকার পরিবেশ পরিস্থিতি বেশ থমথমে।