December 11, 2024

ফিরতি ডার্বিতে মোহনবাগানের দুই গোল ইস্টবেঙ্গলের ঝোলাতে

0
Img 20190127 Wa0037.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, কলকাতা : মরশুমের শেষ ডার্বিতে লাল-হলুদের জয়জয়কার। রবিবাসরীয় যুবভারতীতে জেইম কোলাদো ও জবি জাস্টিনের দুরন্ত গোলে সবুজ-মেরুণ ব্রিগেডকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ফলে, আই লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে টানা দু’বার হারাল ইস্টবেঙ্গল।

নতুন কোচ পেয়ে প্রথম ডার্বিতে হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল মোহনবাগান। কদিন আগেই ক্লাব বদল করে সবুজ মেরুণ জার্সি পড়েছিলেন কোচ খালিদ জামিল। কিন্তু জার্সি বদল তাঁর ভাগ্য ফেরাতে পারল না। অন্যদিকে যুযুধান বিপক্ষকে দুরমুশ করলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া।

৩৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন কোলাদো। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধান ধরে রাখে লাল হলুদ। দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হতেই ৫২ মিনিটে কর্ণার থেকে গোল করেন ডিকা। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোল। এরপর কর্ণার থেকে জবি জাস্টিনের গোলে ২-০ করে ইস্টবেঙ্গল। এরফলে ১৩টি ম্যাচে ২৫ পয়েন্ট গেল ইস্টবেঙ্গলের ঝুলিতে। অন্যদিকে ১৪ ম্যাচে ২১ পয়েন্টে ছয় নম্বরেই আটকে থাকল মোহনবাগান।

Advertisements

Leave a Reply