প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ খোয়ালেন অধীর চৌধুরী
HnExpress নিজস্ব প্রতিনিধি : সমস্ত জল্পনা সত্যি করে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী। ওই পদে এলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। অধীরকে করা হয়েছে নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তাঁকে প্রদেশ সভাপতির পদ থেকে অপসারণের বিষয় নিয়ে আলোচনা চলছিল। রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে তা আরও বাড়ে। রাহুল আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাঁটছাড়া বাঁধার কথা বলেন। তখনই বাংলার রবিনহুড অধীর জানিয়ে দিয়েছিলেন কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট বাঁধে তবে অধীর দলের সভাপতি পদ ছাড়বেন এমনটাই বাতাসে ভাসছিল।
কেননা, অধীর বরাবরই তৃণমূল বিরোধী। প্রসঙ্গত, ইতিমধ্যে অধীরের অনুগামী বেশকিছু কংগ্রেসের নেতা-কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তবে কি তিনি এবার দলও ছাড়বেন? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। সময়ই বলবে সেকথা!