July 19, 2025

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ধিক্কার মিছিল কাঁচরাপাড়ায়

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : নির্ভিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সারা রাজ্য যেভাবে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে চলেছে তাতে আতঙ্কিত সংবাদমহল। এই ঘটনা শুরু হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে। উত্তরোত্তর তা ক্রমেই বেড়ে চলেছে। প্রশাসন নির্বিকার। কোনও হেলদোল নেই কোনও রাজনৈতিক দলেরই। তাই বাধ্য হয়ে সংবাদমাধ্যমের কর্মীরা নিজেরাই পথে নেমেছেন অন্যায়ের প্রতিবাদ করতে। কারণ তাঁরা আতঙ্কিত বা মর্মাহত হলেও ভীত যে নন, তা প্রমাণ করতেই এই প্রতিবাদ মিছিল। যে কারণে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সারা রাজ্যে সাংবাদিকরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। একই ভাবে সামিল হয়েছিলেন বীজপুর এলাকার সংবাদমাধ্যমের কর্মীরাও। এর দরুন তাঁরাও হিংসার শিকার হন। ছিঁড়ে দেওয়া হয় বীজপুরের সাংবাদিকদের ব্যানার, ছোঁড়া হয় পাথরও!এবার সরাসরি বীজপুর এলাকার সাংবাদিকদের ওপর নেমে আসতে শুরু করেছে আক্রমণ। গত ১৪ জুলাই, শনিবার রথযাত্রার দিন হালিশহরের বাগমোড় অঞ্চলে আক্রান্ত হন মহিলা সাংবাদিক ও প্রাক্তন সহ-প্রধান শিক্ষিকা কাজল বিশ্বাস। ঠিক তার কদিন আগেই এই জেলারই মধ্যমগ্রাম এলাকায় আক্রান্ত হন আরেক মহিলা সাংবাদিক ও নিজস্ব ডিজিটাল নিউজ পোর্টালের সম্পাদিকা ইন্দ্রাণী সেনগুপ্ত। আর মাস ঘুরতে না ঘুরতেই ৭২তম স্বাধীনতা দিবসের দিন কাঁচরাপাড়ার থানার মোড়ে স্থানীয় একটি নিউজ পোর্টালের সাংবাদিক রঞ্জন ভরদ্বাজকে রাস্তায় ফেলে বেধরক মারধোর করে দুস্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন বীজপুর থানার এক পুলিশ আধিকারিকও। এসবের প্রতিবাদেই, গতকাল ১৯ আগস্ট, রবিবার বিকেলে পথে নামে এলাকার সাংবাদিকরা। তাতে সামিল হয় বিভিন্ন গণসংগঠন ও সাংস্কৃতিক কর্মীরাও। আয়োজিত মৌন মিছিলটি হালিশহর বাগমোড় থেকে শুরু হয়ে গান্ধী মোড় হয়ে শেষ হয় থানার মোড়ে। প্রসঙ্গত, স্বাধীনতার পর পরই বীজপুরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে। এর প্রতিবাদ জানাতে মহাত্মা গান্ধী ১৯৪৭ সালের ১৯ আগস্ট কাঁচরাপাড়ার স্পলডিং (ক্ষুদিরাম বসু) ময়দানে আসেন সম্প্রীতির আবেদন নিয়ে। ওই দিনটিকে স্মরণ করে বর্তমান পরিস্থিতিতে ফের পথে নামে এলাকার সাংবাদিকরা। এদিন বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন কবি ও অবতক নিউজ পোর্টালের বিশিষ্ট সাংবাদিক তমাল সাহা, এই কাল পত্রিকার সম্পাদক ও বীজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শোভনলাল রাহা, এপিডিআর-এর সম্পাদক জয়গোপাল দে, খবরের কলরব পত্রিকার সম্পাদক পার্থ মুখার্জি ও কবি রনজয় মালাকার-সহ অন্যান্যরা। এছাড়াও কাজল বিশ্বাস ও রঞ্জন ভরদ্বাজ তাঁদের ওপর আক্রমণের কারণ ও কীভাবে আক্রমণ নেমে এসেছিল তা বর্ণনা করেন। বীজপুর বার্তা সর্বোতভাবে সমর্থন জানায় প্রতিবাদ মিছিলকে।

Advertisements

Leave a Reply