December 11, 2024

প্রগতি সংঘের খুঁটিপুজোর এশিয়াডে ব্রিজে সোনাজয়ী দুই বঙ্গসন্তান ও ক্রীড়াবিদেরা

0
Img 20180910 Wa0008.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : পুজোর আর হাতে গোনা কয়েক দিন বাকী। বিভিন্ন ক্লাব মন্ডপে চলছে খুঁটিপুজোর মহড়া। সেলিব্রিটি থেকে ক্রীড়াবিদরা হাজির হন এই অনুষ্ঠানে। নিউব্যারাকপুর প্রগতি সংঘ দুর্গাপুজোর ৬৭ তম বর্ষের খুঁটিপুজোর উদ্বোধন করলেন জাকার্তা এশিয়াডে ব্রিজে সোনাজয়ী প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকার। উপস্থিত হয়েছিলেন নিউব্যারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি তথা আই এফ এ প্লেয়ারস্ স্ট্যাটাস সাব কমিটির অন্যতম সদস্য সুখেন মজুমদার, নিউব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী, ক্লাবের বর্ষীয়ান সদস্য দিলীপ মুখার্জি, সহ বিশিষ্ট গুণীজনেরা।

রবিবার সকালে একটি সুন্দর পরিবেশ আলোড়ন ফেলল এলাকায়। মহিলাদের হাতে ঢাক বাজানো, শঙ্খ, উলুধ্বনি, সব মিলিয়ে এক উপভোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। পুজো কমিটির অন্যতম ক্রীড়া সংগঠক রমেশ দে জানান, পুজোর থিম কেরালার ওনাম উৎসবের আদলে তৈরি। স্লোগান – পৃথিবীর বুকে সবার ঠিকানা চাই হাতে হাত ধরে হোক মঙ্গল সূচনা। কেরালার বন্যায় বিধ্বস্ত মানুষদের সাহায্যার্থে ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করা হবে পুজো মন্ডপ থেকে। বাঁশ, কাপড়, ফুল দিয়ে সাজানো হবে পুজো মন্ডপ।

পুজো কমিটির যুগ্ম সম্পাদক তাপস বসু ও শুভজিৎ সিকদার সকলকে ধন্যবাদ জানান। সদ্য শেষ হওয়া ১৮ তম এশিয়ান গেমসে কেন্দ্রীয় সরকার এই দুই সোনাজয়ীকে সম্বর্ধনা দিয়েছিল। প্রণব বর্ধন বলেন, এই অভিনব খুঁটিপুজোয় এসে খুব ভালো লাগলো। নিউব্যারাকপুর রেনবো এসি আগামী দিনে রামধনুর রঙ লিগের সবার উপরে মেলে ধরবে। এলাকার সাংস্কৃতিক পরিমন্ডল দেখে তিনি অভিভূত। অন্যদিকে শিবনাথ দে সরকার বলেন, তাস খেলা মানুষের কাছে সর্বনাশা। এই সর্বনাশা থেকে কীভাবে এশিয়াডে সোনা পেলাম, তা আমাদের ভাবায়। আগামী দিনে এই খেলার জনপ্রিয়তাকে মানুষের কাছে তুলে ধরতে হবে।

Advertisements

Leave a Reply